ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ইরি বোর কাটামারাইয়ের মৌসুমে দিনমজুর সংকট দেখা দিয়েছে। 

যার কারণে কৃষকরা চরম বিপাকে পড়েছে। গত এক সপ্তাহ থেকে উপজেলার ৯টি ইউনিয়ন বিশেষ করে নিচু এলাকায় ইরি বোর ধান কাটামারাই শুরু হয়েছে। ধান কাটামারাইয়ের শুরুতেই দেখা দিয়েছে দিনমজুর সংকট। প্রতিদিন কমবেশি বৃষ্টি বাদল হওয়ার কারনে ক্ষেতের পাকাঁধান নিয়ে বিপাকে পড়েছে কৃষকরা।

উচ্চ ও মধ্য বিত্ত শ্রেনির কৃষকরা ধান কাটামারাইয়ে দিনমজুর নির্ভর হওয়ায় বেশি চিন্তাই পড়েছে। যেসব দিনমজুর মাঠে কাজ করছেন তারাও চুক্তি হিসেবে কাজ করছেন। প্রতিবিঘা জমি কাটামারাইয়ের জন্য দিতে হচ্ছে ১ হাজার হতে ১ হাজার ৫০০ টাকা। এছাড়া একজন দিনমজুরের দিন হাজিরা দিতে হচ্ছে ৩৫০ হতে ৪০০ টাকা। এ কারনে অনেক কৃষক স্ত্রী পুত্র ও পরিজন নিয়ে কাটা মারাইয়ের কাজ করছে।

ফরকান্দাপুর গ্রামের কৃষক তারা মিয়া জানান দিনমজুর না থাকায় তিনি তার ৩ বিঘা জমির পাকাঁধান ক্ষেত থেকে কেঁটে আনতে পারছেন না। গোয়ালপাড়া গ্রামের দিনমজুর ফুল মিয়া জানান এলাকায় কাজ করে খুব বেশি আয় হয় না এমনকি বেশি দিন কাজ চলে না । সে কারনে অন্য জেলায় কাজ করতে যেতে হচ্ছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আজিজুল ইসলাম জানান, এখনও পুরাদমে কাটা মারাই শুরু হয়নি। আসলে এখন দিনমজুর নেই বললে চলে। দিন মজুররা এখন অন্য পেশায় জড়িয়ে পড়েছে।

(এসআইআর/এসপি/এপ্রিল ৩০, ২০১৮)