স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা,কলম্বিয়া ও স্পেন এ তিন দেশের জার্সি গায়ে আন্তর্জাতিক ফুটবল খেলেছিলেন আলফ্রেডো ডি স্টেফানো।কখনই বিশ্বকাপে খেলা হয়নি তার। তবে ইউরোপীয় ক্লাব ফুটবলে ঝলক দেখিয়ে নিজেকে এক অন্যন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন এ ফরোয়ার্ড।

১৯৫৩ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর টানা ১১ মৌসুম সেখানে খেলেছেন।এসময় লস ব্ল্যাঙ্কোদের ৩০০শ’রও বেশি গোল উপহার দিয়েছিলেন তিনি।আর তাতে ৫ বার ইউরোপ সেরার খেতাব জিতেছেল তারা।স্টেফানো নিজে দুবার জিতে নিয়েছিলেন ইউরোপ সেরা ফুটবলারের খেতাব।মূলত যে কজনের হাত ধরে রিয়াল মাদ্রিদ ক্লাব ফুটবল জায়ান্টরূপে আত্মপ্রকাশ করে তাদের মধ্যে একজন হলেন ডি স্টেফানো।ক্লাব ফুটবলের দুর্বার স্টেফানোকে অনেকে সমালোচকই রিয়াল মাদ্রিদের লিজেন্ড বলে থাকেন।

তবে তেমনটি বললে এ ফুটবল বিস্ময়ের প্রতি অবিচারই করা হবে।বরং বিশ্ব ফুটবলের সর্বকালের সেরাদের তালিকা করলে নিশ্চিতভাবেই সেখানে জায়গা পাবেন স্টেফানো।অথচ গত ৭ জুলাই এ কিংবদন্তি পৃথিবী ছেড়ে গেলেও ফিফার তরফ থেকে তার কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসছিলোনা।বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের আগে স্টেফানো বিয়োগে নীরতা পালন করতে দেখা যায়নি অস্কার-ওজিলদেরকে।আর এ কারণে সমালোচিত হচ্ছিল ফিফা।তবে সমালোচনা তীব্র হওয়ার আগেই ফিফাকে বাঁচিয়ে দিলো স্টেফানোর জন্মভূমি আর্জেন্টিনা।দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের অনুরোধে স্টেফানোর প্রতি শেষ শ্রদ্ধা জানানোর উদ্যোগ নেয় বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা।গত রাতে নেদারল্যান্ডস-আর্জেন্টিনা দ্বিতীয় সেমির আগে এ কিংবদন্তির স্মৃতির স্মরণে এক মিনিটের নীরবতা পালন করেন দু দলের ফুটবলাররা।সে সময় অ্যারেনা করিন্থিয়ান্সের এর জায়ান্ট স্ক্রীনে ভেসে ওঠে স্টেফানোর ছবি।

প্রসঙ্গত,আর্জেন্টিনার হয়ে ৬ ও কলম্বিয়ার হয়ে ৪ ম্যাচ খেলা স্টেফানো সবচেয়ে বেশি আন্তর্জাতিক সফলতা পেয়েছিলেন স্পেনের জার্সি গায়ে।লা রোজা শিবিরের হয়ে ৩১ ম্যাচে ২৩ গোল করেছিলেন তিনি।

(ওএস/এটিআর/জুলাই ১০, ২০১৪)