হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নাগুরাফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুত লাইন কেটে দিয়েছে নাগুরাফার্ম উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে দুই স্কুলের সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। এ দ্বন্দ্বের জেরে প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুত সরবরাহের লাইন কেটে দেয় উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল ক্লাস ব্যাহতসহ প্রচন্ড গরমে শ্রেণিকক্ষে ছটফট করছে ক্ষুদে শিক্ষার্থীরা।

স্থানীয়রা জানালেন, একই কমপ্লেক্সের ভেতরে নাগুরাফার্ম উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান। পল্লীবিদ্যুত বিভাগে আবেদন করার দীর্ঘ তিন বছর পরও খাম্বা জটিলার কারণে বিদ্যুত সংযোগ মিলছে না প্রাথমিক বিদ্যালয়ে। দেড় বছর পূর্বে নাগুরাফার্ম উচ্চ বিদ্যালয়ের মিটার থেকে বিদ্যুত সংযোগ নেয় পার্শ্ববর্তী নাগুরাফার্ম প্রাথমিক বিদ্যালয়। শনিবার বিদ্যুত সংযোগ কেটে দেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

নাগুরাফার্ম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা খানম জানান, স্কুলের বিদ্যুত সংযোগ কেটে দেয়ায় ডিজিটাল ক্লাস ব্যাহতসহ প্রচন্ড গরমে শিক্ষার্থীরা অস্বস্তিবোধ করে। আকাশে মেঘ জমলে শ্রেণিকক্ষে ভুতুরে পরিবেশের সৃষ্টি হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে নাগুরাফার্ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন জানান, বিদ্যুত লাইন দেয়াটা অবৈধ। ম্যানেজিং কমিটির সিদ্ধান্তক্রমে বিদ্যুত লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। সীমানা নিয়ে জটিলতা নিরসনে দুইস্কুলের কমিটিসহ এলাকার বিশিষ্টজনরা অনেকবার বসেছিলেন। কিন্তু কোনো সুরাহা হয়নি।

(এমইউএ/এসপি/মে ০১, ২০১৮)