স্টাপ রিপোর্টার : পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে চট্রগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়ন আয়োজিত র‌্যালি ও সমাবেশ অনু্ষ্ঠিত হয়েছে। 

মঙ্গবার সকালে চট্রগ্রাম শহরের বদ্দারহাট গোল চত্ত মোড়ে উক্ত সমাবেশ অনু্ষ্ঠিত হয়।

চট্রগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ছালেহ উদ্দিনের সঞ্চালনায় ও চেয়ারম্যান ঘাটা কমিটির সভাপতি আলী আকবরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্রগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান আলহাজ্ব আবদুচ ছালাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ঠ সমাজ সেবক ও ব্যাবসায়ী সহিদ উল্ল্যাহ বাচ্চু, চট্রগ্রাম সিটি করর্পোরেশন ষোলকবহর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলম, ৬ নং পূর্ব ষোল শহর ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল আলম, ১৭ নং চকবাজার কাউন্সিলর গোলাম হায়দার মিন্টু, ৪ নং চাঁন্দগাও কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক সিরাজুল ইসলাম, সহিদ উল্যাহ , রফিকুল ইসলম। প্রধান বক্তা হিসেবে নির্মাণ শ্রমিকের নানা সমস্যা ও সমাধানের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, চট্রগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ ফকির চৌধুরী, সভাপতি এম.এম. তাহের, সাধারন সম্পাদক নুর মোহাম্মদ।

বক্তারা চট্রগ্রাম শহরে কর্মরত শ্রমিকদের সিডিএ এর অধিনে নিবন্ধন, নির্মাণ কাজের ঝুকি কাভারেজ হিসেবে জীবন বীমার আওতায় আনা, চট্রগ্রাম ভিবিন্ন স্থানে শ্রম সেড তৈরী, সরকারী প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ শ্রমিক হিসেবে বিদেশে প্রেরন করা সহ শ্রমিকের নায্য অধিকার আদায়ে ৭ দফা দাবী তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে আবদুচ ছালাম বলেন, 'বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল, শহর থেকে গ্রামে বইছে উন্নয়নের ছোঁয়া, শ্রমিকদের জন্য বিদেশে কর্মসংস্থান বাড়ছে, চট্রগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিকের দাবী গুলো আমরা অতিদ্রুত বাস্তবায়ন করবো।

পরে অতিথিদের ক্রেস্ট প্রদান করেন চট্রগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতা কর্মীবৃন্দ।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চট্রগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের দাবী আদায়ে প্রতি বছরের ন্যায় এ বছরেও র্যালী সমাবেশের আয়োজন কওে চট্রগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়ন ।

সকাল ৭ টা থেকে চট্রগ্রামের ভিবিন্ন থানা ইউনিটের শ্রমিকরা বাদ্যযন্ত্রের তালে তালে পিকাপ, ট্রাক, বাস সহ ভিবিন্ন যানবাহনে সভামঞ্চে উপস্থিত হতে থাকেন তাদের ৭ দফা দাবীতে বিভিন্ন ব্যানার পেষ্টুন হাতে নিয়ে র্যালিতে অংশ গ্রহন করেন, র্যালিটি শহরের ২ নং গেট, মুরাদপুর, হয়ে বদ্দারহাট সভামঞ্চে এসে শেষ হয়।

(আইইউএস/এসপি/মে ০১, ২০১৮)