কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকানার কেন্দুয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ইমারত হোসেন গাজীর নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ ৯ দিনে সাজা প্রাপ্ত আসামি সহ ৪০ জনকে গ্রেফতার করে নেত্রকোনা আদালাতে পাঠিয়েছে। 

পুলিশ জানায়, একটি চোরাই মোটর সাইকেল উদ্ধার সহ ৩ জন, ১১ জন জুয়ারী, সাজা প্রাপ্ত ১, নারী ও শিশু নির্যার্তন মামলার ভিকটিম উদ্ধার সহ প্রধান আসামি ১, গ্রেফতারি পরোয়ানাকৃত ১৩, নিয়মিত মামলায় ৯, মাদক আইনে দুটি মামালায় ২, ও অন্যান্য মামলার ৩ জন সহ ৪০ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী জানান, গত ২৩ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার তিনি বলেন, মাদক, জঙ্গি, জুয়া, ইভটিজিং সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড র্নিমূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সেই সঙ্গে তিনি সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে বিভিন্ন অপরাধের তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান।

(এসবি/এসপি/মে ০১, ২০১৮)