সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : কেন্দুয়া পৌরসভার মেয়র ও শ্রমিক ইউনিয়ন উপজেলা শাখার সভাপতি মো: আসাদুল হক ভূঞা বলেছেন, অতিথের তুলনায় শ্রমিকরা বর্তমানে অনেক সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন।

তিনি বলেন, অনেক শ্রমিকরা বিভিন্ন নেশায় আসক্ত হতো এবং অনেকেরই যানবাহন চালনায় প্রশিক্ষন ছিলনা। এখন শ্রমিকদের মধ্যে নেশাগ্রস্থ শ্রমিকের সংখ্যা নেই বললেই চলে। তাছাড়া অনেকেই এখন যানবাহন চালনায় প্রশিক্ষন প্রাপ্ত।

মেয়র আসাদুল হক ভূঞা মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শ্রমিকদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা সবাই যাত্রীদের সঙ্গে ভাল আচরন করবেন। যাত্রী সেবার মানও উন্নত করবেন। আপনাদের ন্যায্য অধিাকার আদায় করে আপনাদেরকে সমাজে মাথা উঁচু করে দাড়াতে সকল প্রকার সহযোগিতা করা হবে।

শহীদ মিনার প্রঙ্গনে মে দিবসের শোক র‌্যালী শেষে আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সংগঠনের সহ সভাপতি মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দুয়া পৌর আওয়ামীলীগের সভাপতি মো: কামরুল হাসান ভূঞা, সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল ও উপজেলা যুবলীগের আহবায়ক মুস্তাফিজ উর রহমান বিপুল। কেন্দুয়া উপজেলা শ্রমিক ইউনিয়ন বিশাল শোক র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে।

(এসবি/এসপি/মে ০১, ২০১৮)