কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ নৌবাহিনী বা.ন.জ বিএনএস কপোতাক্ষ শনিবার দিনব্যাপী অভিযান চালিয়ে ৫৩ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। যার মূল্য প্রায় ১৪ লাখ টাকা। উপজেলার তেতুলিয়া, আগুনমুখা ও রাবনাবাদ নদীর বিভিন্ন স্থান থেকে এসব অবৈধ জাল উদ্ধার করা হয়েছে। আটককৃত জাল পায়রা বন্দর কোষ্টগার্ড ঘাটি সংলগ্ন মাঠে পুড়িয়ে ফেলা হয়েছে।

এ অভিযানে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. কামরুল ইসলাম, বিএনএস কপোতাক্ষ এর পেটি অফিসার এএস এম বেল্লাল সহ মৎস্য বিভাগ ও বাংলাদেশ নৌ জাহাজ সাংগুর কর্মীরা উপস্থিত ছিলেন।

(এমকেআর/এসপি/মে ০২, ২০১৮)