সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনা কেন্দুয়া উপজেলার মজলিশপুর গ্রামে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সংঘর্ষের ঘটনাটি মঙ্গলবার বিকালে গ্রাম শালিসের মাধ্যমে সামাজিক মিমাংসা করা হয়েছে। 

মজলিশপুর ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এ গ্রাম শালিসিতে সভাপতিত্ব করেন, পাইকুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মুজিবুর রহমান রেহান। এতে বক্তব্য রাখেন, মজলিশপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দুলন ঠাকুর, পাইকুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজিজুর রহমান আরজু, সমাজসেবক রফিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিষয়ে শালিসের সভাপতি সৈয়দ মুজিবুর রহমান রেহান জানান ভুল বুঝাবুঝির ঘটনাটি স্থানীয়ভাবে বসে গ্রাম শালিসের মাধ্যমে সমাধান করে দেয়া হয়েছে। এবিষয়ে কারো বিরুদ্ধে কারো কোন অভিযোগ নেই।

এদিকে কেন্দুয়া ডিগ্রী কলেজে অধ্যায়নরত সাব্বির খানের বাবা মো: কাইয়ুম খান বলেন, গত ২৯ এপ্রিল পূর্বকন্ঠ সহ বিভিন্ন পত্রিকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সংঘর্ষ শিরোনামে যে সংবাদ প্রকাশ হয়েছে এই সংবাদের পরিবেশকের নিকট ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। সত্যিকার অর্থে ইভটিজিংয়ের কোন ঘটনা ঘটেনি। ভুলবুঝাবুঝির ঘটনাটি মঙ্গলবার বিকালে সামাজিক ভাবে তা শেষ হয়েছে।

(এসবি/এসপি/মে ০২, ২০১৮)