মাদারীপুর প্রতিনিধি : ইয়াবা, ফেন্সিডিল ও নগদ ১ লাখ টাকাসহ পারভীন আক্তার (৪০) নামের এক নারী মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার ভোর রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মিয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক পারভীন একই এলাকার টোকন হাওলাদারের স্ত্রী।

মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করে মাদারীপুরের র‌্যাব-৮ জানায়, পারভীন আক্তার দীর্ঘদিন ধরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মিয়াপাড়া এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছিল। সে যশোরের বেনাপোল ও চট্টগ্রাম থেকে ইয়াবা কিনে মিয়ারহাট এলাকায় বিক্রি করতো।

এমন অভিযোগের ভিত্তিতে সোমবার রাত থেকেই মিয়াপাড়া এলাকায় অবস্থান নেয় র‌্যাব। পরে ঐ দিন ভোর রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে পারভীনকে আটক করা হয়। এ সময় তার ঘরে তল্লাশি করে ৩০২ পিচ ইয়াবা ট্যাবলেট, ৯০ বোতল ফেন্সিডিল ও নগদ ১ লাখ ৫০০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, পারভীন দীর্ঘদিন ধরে ভাঙ্গা উপজেলাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে মাদক সরবারহ করতো। তার সাথে মাদক ব্যবসায় জড়িত অন্যদের আটক করতে কাজ করছে র‌্যাবের সদস্যরা। আটক পারভীনের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদকদব্য আইনে মামলা হয়েছে।

(এএসএ/এসপি/মে ০২, ২০১৮)