দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীর ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালী মন্দির চত্বরে গতকাল বুধবার সকালে শ্রীশ্রী শিব ঠাকুরের মন্দির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে মন্দিরের নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মো. কামরুজ্জামান কামরু। 

জেলা পরিষদের অর্থায়নে শিব মন্দির নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর জয় প্রকাশ গুপ্ত। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মো. কামরুজ্জামান কামরু। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা শাখা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, বিশিষ্ট ব্যবসায়ী রাজেন্দ্র প্রসাদ গুপ্ত, শিল্পপতি আনন্দ গুপ্ত, পরিবহন ব্যবসায়ী অভিনয় দত্ত, কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জয় রাম প্রসাদ, ব্যবসায়ী গৌর চন্দ্র সরকার, স্বর্ণ ব্যবসায়ী সুদর্শন স্বর্ণকার, কমলেশ রায়, সঞ্জয় চক্রবর্তী, খোকন সরকার, আশেষ রঞ্জন দাস, প্রভু দয়াল গুপ্ত, শ্রী সুদামা উপাধ্যয়, উজ্জ্বল মহারাজ, সাপ্তাহিক দেশ মা’র নিজস্ব প্রতিবেদক প্লাবন শুভ প্রমুখ।

(এসিজি/এসপি/মে ০২, ২০১৮)