দিনাজপুর প্রতিনিধি : ‘বই কিনুন, বই পড়–ন, আলোকিত হোন’ এই স্লোগানকে সামনে রেখে বুধবার বিকেল ৪টায় দিনাজপুরের ফুলবাড়ীতে চারদিন ব্যাপী ভ্রাম্যমান বই মেলার উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে স্থানীয় জিএম পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত তিনদিন ব্যাপী বই মেলার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী।

বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রোগ্রাম অফিসার মো দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব, জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোজাম্মেল হক, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক ফুলবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক খোলা কাগজ প্রতিনিধি প্রভাষক আজিজুল হক সরকার, ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, বিশিষ্ট শিল্পপতি সাপ্তাহিক দেশ মা’র নির্বাহী সম্পাদক আনন্দ গুপ্ত, সাপ্তাহিক দেশ মা’র নিজস্ব প্রতিবেদক প্লাবন শুভ, বিশ্ব সাহিত্য কেন্দ্রের মেলা ইচচার্জ মো. আবদুল মালেক প্রমুখ।

বুধবার (২মে) থেকে আগামী শনিবার (৫মে) পর্যন্ত চারদিন ব্যাপী স্থানীয় জিএম পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হবে। মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। মেলার উদ্বোধনীর পর থেকেই বই পিপাসু বিপুল সংখ্যক সব বয়সী নারী-পুরুষের সমাগম ঘটে।

বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রোগ্রাম অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, বই পড়া উৎসাহিত করার মাধ্যমে আলোকিত মানুষ হওয়ার প্রত্যয় নিয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রে দেশব্যাপী ভ্রাম্যমান বইমেলা আয়োজন করে থাকছে। এরই অংশ হিসেবে ফুলবাড়ীতে ভ্রাম্যমান বইমেলার আয়োজন করা হয়েছে। বইমেলায় দেশি-বিদেশি লেখকদের লেখা দশ হাজার মেলায় থাকছে। এখান থেকে বই পিপাসুরা নিজের পছন্দের বই কিনতে পারবেন।

(এসিজি/এসপি/মে ০২, ২০১৮)