মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের বেইলী ব্রীজ এলাকায় বুধবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে একটি টিনসেড মার্কেট বিধ্বস্ত হয়েছে। এ সময় দোকানের পিলার ভেঙ্গে মজিদ ফকির (৭০) নামের এক ব্যক্তি মারা গেছে। 

ক্ষতিগ্রস্তরা জানান, বুধবার সন্ধ্যায় শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের বেইলী ব্রীজ এলাকায় কালবৈশাখী ঝড় আঘাতহানে।

এ সময় আনু মোড়লের মালিকানাধীন একটি টিনসেড মার্কেট ঝড়ের কবলে পড়ে। ঝড়ে আক্রান্ত হয়ে মার্কেটের টিন উড়ে যায়। এতে দোকানগুলোর বেশ কয়েকটি পিলার ভেঙ্গে পড়ে।

ঝড়ের কবল থেকে বাঁচতে একই ইউনিয়নের উত্তর চরজানাজাত মোল্লাকান্দি গ্রামের মজিদ ফকির নামের স্থানীয় ঘটক ওই মার্কেটের ফার্ণিচার ব্যবসায়ী তার মেয়ে জামাই আতাহার শেখের দোকানে আশ্রয় নেয়। এ সময় সে পিলারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

এছাড়াও ঝড়ে মার্কেটটির ৭ টি ফার্ণিচার ও ২ টি সিমেন্টর দোকানের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(এএসএ/এসপি/মে ০৩, ২০১৮)