গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার খোলাহাটি ইউনিয়ন পরিষদে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কাজ শুরুর দাবিতে শ্রমিকরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছেন।

বৃহস্পতিবার সকালে এই কর্মসূচি পালন করে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির বিক্ষুব্ধ শ্রমিকরা।

পরে শ্রমিকদের একটি দল গিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, অন্যান্য ইউনিয়নে কর্মসংস্থান কর্মসূচির ৪০ দিনের মাটি কাটার কাজ শুরু করা হলেও এই ইউনিয়নে এখনো এই কর্মসূচি শুরু করা হয়নি। ফলে কাজ শুরু না হওয়ায় ইউনিয়নের রাস্তা-ঘাটের উন্নয়ন কর্মকা- ব্যাহত হচ্ছে এবং আমরা শ্রম মজুরি থেকে বঞ্চিত হচ্ছি। যা কখনোই কাম্য হতে পারে না।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহম্মদ শফিকুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদের সদস্যরা চেয়ারম্যানের উপর অনাস্থা এনেছে এবং এই আভ্যন্তরীন সমস্যার কারণে এই কর্মসূচির কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে সমস্যা যাই হোক কাজটি উপজেলা পরিষদের দায়িত্বে আগামী দুই তিন দিনের মধ্যে শুরু করা হবে।

(এসআইআর/এসপি/মে ০৩, ২০১৮)