গাইবান্ধা প্রতিনিধি : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহরের ডিবি রোডে গাইবান্ধা প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এ মানববন্ধনে সাংবাদিক, রাজনীতিবিদ, নাগরিক সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।

গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি শামীম-উল-হক শাহীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক হারুন-অর রশিদ বাদল, দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি কাজী জিয়াউল হাফিজ, দৈনিক সংবাদ প্রতিনিধি মাহমুদুল গনি রিজন, নিউজ টুয়েন্টিফোরের প্রতিনিধি সাইফুল ইসলাম প্রিন্স, বৈশাখি টেলিভিশন প্রতিনিধি এস এম বিপ্লব ইসলাম, এসএ টিভি প্রতিনিধি কায়সার প্লাবন, দীপ্ত টিভি প্রতিনিধি ভবতোষ রায় মনা, এশিয়ান টিভি প্রতিনিধি মশিউর রহমান মিঠু, আনন্দ টিভির স্টাফ রিপোর্টার মিলন খন্দকার, সিএনএন বাংলা টিভির প্রতিনিধি ফারহান শেখ, দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আব্দুল কাফি সরকার, দৈনিক বর্তমান প্রতিনিধি সাদ্দাম হোসেন পবন, দৈনিক মাতৃছায়া প্রতিনিধি ফয়সাল রহমান জনি, অবিরামের স্টাফ রিপার্টার সঞ্জয় সাহা প্রমূখ।

মানববন্ধনে সংহতি প্রকাশ করেন তরঙ্গ নিউজের জেলা প্রতিনিধি ছাদেকুল ইসলাম ।

মানববন্ধন থেকে সাংবাদিক হয়রানি, হত্যা, নির্যাতনের প্রতিবাদ জানিয়ে প্রস্তাবিত ডিজিটাল আইনের ৫৭ ও ৩২ ধারা বাতিলের দাবি জানান হয়। বক্তারা মুক্ত গণমাধ্যম সৃষ্টিতে সকলের সচেতনতা সৃষ্টি ও সরকারের সহযোগিতা কামনা করেন।


(এসআইআর/এসপি/মে ০৩, ২০১৮)