নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলার গাবনা গ্রামে বাঁশের সাঁকোর ওপর দিয়ে খাড়ি (খাল) পার হতে গিয়ে রফিক হোসেন (১৪) নামে এক প্রতিবন্দী শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয় লোকজন ও শিশুটির সম্পর্কে চাচা পল্লী চিকিৎসক ফাইন জানান, বুধবার বিকেলে গাবনা গ্রামের মোঃ শাহ আলম বাড়ির পশ্চিম পার্শ্বে খাড়ির বিপরীতে জমিতে ধান কাটছিলেন।

এসময় সবার অজান্তে তার প্রতিবন্ধী ছেলে রফিক হোসেন (১৪) তার পিতার কাছে ধানের জমিতে যাচ্ছিল। পথে খাড়ির উপর বাঁশের সাঁকো পার হতে গিয়ে সে খাড়ির পানিতে পড়ে যায়। সে সময় কেউ তাকে দেখতে পায়নি। সন্ধ্যার পর ছেলেকে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন বাড়ির লোকজন ও প্রতিবেশীরা। খোঁজাখুঁজির এক পর্যায়ে গভীর রাতে বাড়ির পার্শ্বের খাড়ির পানিতে প্রতিবন্দী রফিক হোসেনকে ভাসতে দেখে তাৎক্ষনিক সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবন্দী শিশু রফিক হোসেনের মৃত্যুতে গ্রাম সহ এলাকার লোকজনের মাঝে শোকের ছাঁয়া নেমে আসে।

(বিএম/এসপি/মে ০৩, ২০১৮)