পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান বলেছেন, প্রাথমিক শিক্ষায় ৩০ হাজার কোটিসহ দেশে শিক্ষাখাতে সরকারের ব্যয় ৬৮ হাজার কোটি টাকা।বর্তমান সরকারের আমলে শিক্ষকদের বেতন বহুগুণ বৃদ্ধি হলেও শিক্ষার মানের আশানুরূপ বৃদ্ধি ঘটেনি। শিক্ষার মান ঠিক করুন।

বৃহস্পতিবার বেলাইচন্ডী মৈত্রী জুনিয়র স্কুলের অভিভাবক সমাবেশে প্রধান অতিথির ভাষণে শিক্ষকদের উদ্দেশে তিনি এ কথা বলেন ।

বিএনপি আমলের সাথে বেতনের তুলনা করে মন্ত্রী বলেন, আওয়ামীলীগ সরকার সরকারি চাকুরেদের এতো বেশী বেতন দিয়েছে যা বলতেও তারা ভয়পায়। প্রকৃত বেতন জানলে যদি প্রতিবেশীরা সাহায্য বা হাওলাদ চায় সেই ভয়ে তারা প্রকৃত বেতন বলেনা।

ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা সভাপতিত্বে ওসহকারী শিক্ষক শাহজাহান আলী সাজুর সঞ্চালনায়অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউ এন ও রেহানুল হক। এছাড়া সহকারী জেলা শিক্ষা অফিসার আহসান হাবিব, ডি,জি এম/ পল্লী বিদ্যুৎ মজিবুল হক মিলন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী হাফিজুল ইসলাম প্রাং, সাধারণ সম্পাদক ( পি পি এম) বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, ওসি/ তদন্ত ইমতিয়াজ কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

(আরবি/এসপি/মে ০৩, ২০১৮)