গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা দিয়ে বয়ে যাওয়া ঘাঘট নদীর  ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। এর ফলে বেশ কিছু পরিবার হুমকির মুখে পড়েছে। যে কোন মুহুর্তে নদী গর্ভে বিলিন হতে পারে ওইসব পরিবারের ঘর-বাড়ী। ইতোমধ্যে যাতায়াতের রাস্তা, বেশ কিছু ফসলী জমি ও গাছপালা নদীগর্ভে বিলিন হয়েছে। 

বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, সাদুল্যাপুর উপজেলা শহরস্থ ঘাঘট ব্রিজে থেকে কামারপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ভিতর দিয়ে ঘাঘট নদের তীর ঘেষে যাওয়া কুপতলা পর্যন্ত কাঁচা সড়কটির বিভিন্ন স্থানে ভাঙ্গন শুরু হয়েছে। ওই ইউনিয়নের পুরান লক্ষীপুর গ্রামের বেশ কিছু পরিবার তাদের বসতবাড়ী নিয়ে নানা দু:চিন্তায় পড়েছেন।

পুরান লক্ষীপুর স্থানের নদী ভাঙ্গন কবলিত এলাকার আনোয়ারুল ইসলাম ও ভূট্রু মিয়া জানান, ঘাঘটের তীব্র ভাঙ্গনের কারণে এ এলাকার রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলি জমি গর্ভে চলে গেছে। পুরান লক্ষীপুর এলাকাস্থ ঘাঘট নদীর ভাঙ্গন ঠেকাতে দীর্ঘদিন আগে লুপ কাটিংয়ের জন্য পানি উন্নয়ন বোর্ডে আবেদন করেও কোন ফলশ্রুতি পাওয়া যায়নি বলে তাদের অভিযোগ।

আরও একাধিক এলাকাবাসী জানান, সাদুল্যাপুর উপজেলা শহরের সাথে একমাত্র যোগাযোগ রক্ষাকারী ঘাঘট তীরে এ রাস্তাটি। নিত্যদিন আমাদের এলাকার শতাধিক ছাত্রী/ছাত্রী সাদুল্যাপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করেন। ইতোমধ্যে ঘাঘট নদীর ভাঙ্গনে রাস্তাটি বিভিন্ন স্থানে ভেঙ্গে যাওয়ায় চলাচলে নানা বিঘœ সৃষ্ঠি হয়েছে।

কামারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ছামছুল হক নদী ভাঙ্গনের কথা স্বীকার করে বলেন, ইতোপুর্বে কিছু কিছু স্থানে বালুর বস্তা বসানো হয়েছে। এ বিষয়ে মাসিক সমন্বয় সভায় আলোচনা করা হয়েছে।

(এসআইআর/এসপি/মে ০৪, ২০১৮)