মাদারীপুর প্রতিনিধি : ‘বিএনপি-জামায়াত পাকিস্তানীদের পক্ষ নিয়ে মুক্তিযুদ্ধের সময় মানুষ হত্যা করেছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩ বছর ৭ মাস ক্ষমতায় থাকার পর তাকে হত্যা করা হয়। অথচ, সেই হত্যাকারীদের নিয়ে জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনা করেছেন। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার চক্রান্ত করেছিলেন। এই পাকিস্তানী প্রেতাত্মাদের নিয়ে যারা দল করেছিল সকলের উচিৎ তাদের প্রত্যাখান করা।’

শুক্রবার দুপুরে মাদারীপুর শিল্পকলা একাডেমীতে জেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান এ কথা বলেন।

এ সময় নৌমন্ত্রী আরো বলেন, সড়ক দুর্ঘটনা রোধে শুধু চালকদের সচেতন হলে চলবে না, চালকের পাশাপাশি যাত্রী ও পথচারীকে সচেতন হতে হবে। কোন দুর্ঘটনা ঘটলে কেবলমাত্র চালকদের দোষী বলা ঠিক নয়। দুর্ঘটনার ক্ষেত্রে যাত্রীদেরও খামখেয়ালীপনা থাকে। কেউ কেউ রাস্তা পার হবার সময় মোবাইলে কথা বলেন, আবার কেউ কেউ জানালার বাহিরে হাত রেখে গাড়িতে যাতায়াত করেন। এ কারণেই অনেক দুর্ঘটনা ঘটে, এসব বিষয়ে সকলে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ছগির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বজলুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কাশেম সম্মেলনে মাদারীপুরের আলহাজ্ব আমিনউদ্দিন হাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আকমল হোসেনকে সভাপতি ও কয়ারিয়া ঈদগাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লালমিয়া জমাদারকে বাংলাদেশ শিক্ষক সমিতির মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যদের কমিটি ঘোষণা দেন।

(এএসএ/এসপি/মে ০৪, ২০১৮)