স্পোর্টস ডেস্ক, ঢাকা : ব্রাজিল ফুটবল তারকা নেইমার জুনিয়র খুব দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছে।

স্প্যানিশ ক্লাবটির মেডিক্যাল স্টাফরা ব্রাজিলে নেইমারের বাসায় তার সঙ্গে দেখা করে ইনজুরির বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে এই মত দেয়।

এক বিবৃতিতে বার্সেলোনার পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। আগামী ৫ আগস্ট থেকে নেইমার বার্সেলোনা অধীনে চিকিৎসা নেবেন।

বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার খেলোয়াড় ক্যামিলো জুনিগার হাটুর আঘাতে তার মেরুদণ্ডের হাড়ে চিড় ধরে। মারাত্মকভাবে আহত হওয়ায় বিশ্বকাপ ফুটবল থেকে ছিটকে পড়েন নেইমার।

ইনজুরির কারণে নেইমার সেমিফাইনালে জার্মানির সঙ্গে খেলতে পারেননি। অনেকে জার্মানদের সঙ্গে ব্রাজিলের ৭-১ গোলের লজ্জাজনক পরাজয়ের জন্য নেইমারের দলে না থাকাটাকেই মূল কারণ ভাবছেন।

(ওএস/পি/জুলাই ১০,২০১৪)