নিউজ ডেস্ক : স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ৯ মে ২০১৮। সমাবর্তনে স্প্রিং-২০১৬ থেকে ফল-২০১৭ পর্যন্ত সেমিস্টারের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে উত্তীর্ণ ২২৬৩ জন শিক্ষার্থীর হাতে তাদের ডিগ্রি তুলে দেওয়া হবে।

রাষ্ট্রপতি ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর আচার্য মোঃ আবদুল হামিদের পক্ষে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেবেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

এ সমাবর্তন বক্তব্য রাখবেন বিশ্বসাহিত্য কেন্দ্র-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

সমাবর্তনে অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন এসইউবির উপাচার্য অধ্যাপক ড. মো. সাঈদ সালাম এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি ডা. এ এম শামীম।

এসইউবির ৫ম সমাবর্তনে ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড-এর জন্যে মনোনীত হয়েছেন ২ জন। ভাইস-চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড পাচ্ছেন মোট ২১ জন শিক্ষার্থী। এ ছাড়া ডিন’স অ্যাওয়ার্ড পাবেন মোট ৪৪ জন শিক্ষার্থী।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার, বিআইসিসি)-তে অনুষ্ঠিতব্য এ সমাবর্তন অনুষ্ঠানে ডিগ্রি প্রদান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও অতিথিদের নৈশভোজের মধ্য দিয়ে সমাবর্তন আনুষ্ঠানিকভাবে শেষ হবে।

(এসএস/অ/মে ০৫, ২০১৮)