স্পোর্টস ডেস্ক, ঢাকা : পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনুস খান প্রায় দেড় বছর পর পাকিস্তান স্কোয়াডে ডাক পেলেন। শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে সিরিজে খেলার জন্যে পাক স্কোয়াড ডেকেছে ইউনুস খানকে।

আগস্টে শ্রীলঙ্কা সফর করবে পাকিস্তান। ৬ আগস্ট গলে শুরু হবে প্রথম টেস্ট।

৩৬ বছর বয়সী ইউনুস পাকিস্তানের হয়ে ২৫৩টি ওয়ানডে খেলেছেন। গত বছর মার্চে দক্ষিণ আফ্রিকায় সর্বশেষ ওয়ানডে খেলেন। এরপর দল থেকে বাদ পড়েন সাবেক এই অধিনায়ক।

ওয়ানডের পাশাপাশি টেস্ট স্কোয়াডেও ডাক পেয়েছেন ডানহাতি মিডল অর্ডার এই ব্যাটসম্যান। ফর্মের কারণেই দল থেকে বারবার ছিটকে পড়ছেন ইউনুস।

টেস্ট ক্রিকেটে ২৩টি শতক হাঁকানো ইউনুস ২০০৮ সালের পর আর শতকের দেখা পাননি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০৮ সালে আবুধাবিতে সর্বশেষ শতকটি হাঁকিয়েছিলেন তিনি।

ইউনুস ছাড়াও টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান উমর আকমল। তবে বাদ পড়েছেন মোহাম্মদ হাফিজ। ২০১১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন আকমল।

(ওএস/পি/জুলাই ১০,২০১৪)