গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ গত বৃহস্পতিবার রাতে  দিনাজপুর থেকে ঢাকাগামী নাবিল পরিবহন যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৭ রাউন্ড গুলি ও একটি অবৈধ বিদেশি পিস্তল সহ বাসযাত্রী কাউসার মিয়া (২৫) কে গ্রেফতার করে পুলিশ।  

কাউসার মিয়া দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার রনগাও গ্রামের মোঃ ছানোয়ার হোসেনের ছেলে। কাউসার মিয়ার স্বীকারোক্তি মোতাবেক শুক্রবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নম্বরবিহীন একটি মোটর সাইকেল, বিভিন্ন ব্রান্ডের ৬টি মোবাইল সেট, নগদ ২৬ হাজার টাকা সহ আরও ৩ সহযোগিকে পুলিশ গ্রেফতার করেছে।

গ্রেফতার কৃত অন্য ৩জন হলো দিনাজপুর জেলার দাউদপুর ঝোলাপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মোঃ তৌফিকুল ইসলাম (২৮), একই জেলার বিরামপুর থানার দক্ষিণ জোলাপাড়ার মোঃ দছিম উদ্দিনের ছেলে মোঃ হাবিবুর রহমানওরফে মানিক(২২) এবং বগুড়া জেলার শাহজাহানপুর থানার খাদাস তালুকদারপাড়ার আবুল হোসেনের ছেলে শ্যামল হোসেন প্রামানিক (সেলিম)(৩০)।

আজ শনিবার দুপুরে জেলা পুলিশের আয়োজনে প্রেস কনফারেন্স এ তথ্য নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ ফারুক বলেন, এই অপরাধীরা আগামী জাতীয় নির্বাচনে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করার লক্ষে এসব অস্ত্র আনছে। তিনি আরো জানান এসব অস্ত্র কোথায় কাকে সরবারাহ করা হচ্ছে তা খতিয়ে দেখা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার ময়নুল হক, গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম, ডিবি ওসি মেহেদী হাসান সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ ।

(এসআরডি/এসপি/মে ০৫, ২০১৮)