গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বীর আহাম্মদপুর গ্রামে হিন্দু পাড়ায় জঙ্গলে শুক্রবার (৪ মে) দিবাগত রাতে পুলিশের উপস্থিতিতে মাদক ও জুয়ার আসর আগুনে পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী। 

এসময় আসরে আসা জুয়ারী ও মাদকসেবীদের রাখা ৫টি মটরসাইকেল পুলিশ জব্দ করে।

অতিরিক্তি পুলিশ সুপার গৌরীপুর সার্কেল সাখের হোসেন সিদ্দিকী’র ফেইসবুক আইডি’র স্ট্যাটাস থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৪মে) দিবাগত রাত ২টার দিকে উল্লেখিত স্থানে তাঁর নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ারী ও মাদকসেবীরা পালিয়ে যায়। এসময় জুয়ারী ও মাদকসেবীদের ফেলে রাখা ৫টি মটরসাইকেল জব্দ করা হয়। পরে পুলিশের উপস্থিতিতে গ্রামবাসী উক্ত জুয়া ও মাদকের আসরের আস্তানা আগুনে পুড়িয়ে দেয়।

স্থানীয় লোকজন জানান, বীর আহাম্মপুর গ্রামের আবুল মিয়া ও নহাটা গ্রামের নজরুল ইসলাম নামে দু’ব্যক্তি পুলিশের মদদে উল্লেখিত জঙ্গলে দীর্ঘদিন ধরে তাবু টানিয়ে সারারাত্র জুয়া ও মাদকের আসর চালিয়ে আসছিল।

(এসআইএম/এসপি/মে ০৫, ২০১৮)