জামালপুর প্রতিনিধি : জামালপুরে আসন্ন পবিত্র রমজান মাস সানে রেখে খোলা বাজারে খাদ্য সামগ্রী বিক্রি শুরু করেছে টিসিবি। রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সরকার জামালপুরের উপ-পরিচালক খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ। 

টিসিবি সুত্র জানায়, খাদ্য সামগ্রীর মধ্যে দেশি চিনি ৫৫ টাকা, ছোলা ৭০ টাকা, খেজুর ১২০ টাকা, সয়াবিন তৈল ৮৫ টাকা লিটার নির্ধারন করা হয়েছে।

প্রথম দিনে টিসিবি’র খাদ্য সামগ্রী কিনতে বিপুল সংখ্যক ক্রেতাদের ভীর লক্ষ্য করা গেছে টিসিবি’র ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্রে। ক্রেতা আবুল হোসেন জানান, দাম কম পাওয়ায় রোজার আগেই প্রয়োজনীয় পণ্য কিনে রাখলাম।

প্রতিজন ক্রেতা ৪ কেজি চিনি, ৪ কেজি মশুরের ডাল, ৪ কেজি ছোলা, ১ কেজি খেজুর ও ৫ লিটার সয়াবিন তৈল কিনতে পারবেন টিসিবি’র খোলা বাজার থেকে।

জেলা বাজার মনিটরিং কর্মকর্তা হাবিল উদ্দিন বলেন, জনগুরুত্বপুর্ণ স্থানগুলোতে টিসিবি’র গাড়ী পণ্য সমগ্রী নিয়ে উপস্থিত থাকবে।

স্থানীয় সরকারের উপ-পরিচালক খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, রমজানে বাজারে চাপ কমানো, বাজার মুল্য নিয়ন্ত্রণ ও জনগণের সুবিধার্থে সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।

(ওএস/এসপি/মে ০৬, ২০১৮)