স্পোর্টস ডেস্ক, ঢাকা : নেদারল্যান্ডস বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে প্রথম ম্যাচে পাঁচ গোল দেওয়া থেকে শুরু করে বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত যথেষ্ট ভালো ফুটবলই উপহার দিয়েছিল। কিন্তু ডাচ ফুটবলাররা বুধবার শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেওয়াটা যেন কিছুতেই মেনে নিতে পারছেন না।

দলের অন্যতম মূল স্তম্ভ ওয়েসলি স্নাইডার যেমন মনে করেন নেদারল্যান্ডস এইভাবে হারার মতো দল নয়। গালাতাসারের মিডফিল্ডার এদিন ম্যাচ শেষে জানান, ‘আমরা জয় আশা করেছিলাম৷ আর্জেন্টিনা এদিন যেন পেনাল্টির জন্যই খেলছিল। আমরা সেটা একেবারেই চাইনি৷ আমরা স্বাভাবিক খেলাটাই খেলতে চেষ্টা করেছিলাম৷ পাশাপাশি আমার পেনাল্টি মিস করাটাও যথেষ্ট লজ্জার বিষয়৷ কিন্তু তার থেকেও খারাপ হল আমরা ১২০ মিনিটে যে গোলের সুযোগগুলি পেয়েছিলাম, সেগুলোকে কাজে লাগাতে পারিনি।’

এদিন টাইব্রেকারে প্রথম শট মারতে এসেই মিস করেন ডাচ ডিফেন্ডার ভ্লার। এরপর আর্জেন্টিনার অধিনায়ক মেসির শট গোল ঢুকতেই আরও ব্যাকফুটে পড়ে যায় কমলা বাহিনী। স্নাইডার তাই আরও বলেন, ‘আমি জানি আমি ভালো খেলেছি৷ কিন্তু পেনাল্টিটা মিস করে খালি হাতেই দেশে ফিরতে হচ্ছে আমাদের৷ সত্যি খুব খারাপ লাগছে।’

(ওএস/পি/জুলাই ১০,২০১৪)