টাঙ্গাইল প্রতিনিধি : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প (হেকেপ) পরিচালিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ‘শেয়ারিং দি সার্ভে রেজাল্ট’ শীর্ষক ২য় কর্মশালা ৬ মে ২০১৮ তারিখ উক্ত বিভাগের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাাউদ্দিন। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইকিউএসি প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন। সভাপতিত্ব করেন বিভাগের এস এ কমিটির প্রধান ও বিভাগের চেয়ারম্যান কানিজ মরিয়ম আক্তার।

কর্মশালায় ওই বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, এলামনাই সদস্য ও অফিসারবৃন্দ অংশ গ্রহণ করেন।

(আরকেপি/এসপি/মে ০৬, ২০১৮)