কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পরীক্ষায় ফেল করে গলায় ফাঁস দিয়ে আত্মহননের চেষ্টা করে ফাহিমা আক্তার (১৬) এক পরীক্ষার্থী। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলেই দুপুরেই তার উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের বেতমোর গ্রামে রবিবার দুপুরে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, বেতমোর মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয় বেতমোর গ্রামের মোক্তার হোসেনের মেয়ে ফাহিমা আক্তার। রোববার দুপুরে পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ায় সে অকৃতকার্য হওয়ায় খবর শুনে নিজ ঘরের দোতলার রুমের দড়জা বন্ধ করে সবার অগোচরে গলায় ফাঁস দেয়। বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে ঝুলন্ত অবস্থায় ফাহিমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. লিটন হোসেন জানান, পরীক্ষায় ফেল করে মনের দুঃখে সে আত্মহত্যার চেষ্টা করেছে বলে শুনেছেন। বর্তমানে সে সুস্থ্য রয়েছে।

(এমকেআর/এসপি/মে ০৬, ২০১৮)