গাইবান্ধা প্রতিনিধি : গত ২৮ এপ্রিল ঢাকার যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের ঢালে পলাশবাড়ীর পার্বতীপুর গ্রামের সন্তান প্রাইভেট কার চালক রাসেল সরকারের উপর ইচ্ছাকৃত গ্রীনলাইন বাস চালক কর্তৃক বাস তুলে দিয়ে রাসেল সরকারকে পঙ্গ করার প্রতিবাদে আহত রাসেল সরকারের সুচিকিৎসা ও ক্ষতিপুরুন দেওয়াসহ ঘাতক গ্রীনলাইন বাস চালকের শাস্তির দাবিতে সোমবার সকলে ১১ ঘটিকায় পলাশবাড়ী চৌমাথা মোড়ে পলাশবাড়ী রিপোর্টাস ইউনিটির উদ্যোগে ও সম্মিলিত জনতার অংশ গ্রহনে এক মানববন্ধনের অনুষ্ঠিত হয়।

মানববন্ধন সফল করতে সার্বিক সহযোগিতায় ও অংশ গ্রহণসহ সংহতি প্রকাশ করেন উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট, পলাশবাড়ী খেলোয়ার কল্যাণ সমিতি,উজ্জীবন সংগীত ও নাট্য শিক্ষাঙ্গন, উপজেলা গণজাগরণমঞ্চ, প্রয়াস থিয়েটার, পলাশবাড়ী থিয়েটার, স্বাধীন পলাশ নাট্য সংস্থা, সুর ঝংকার সংগীত একাডেমী, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ,মাইক্রাবাস ও কার চালক শ্রমিক সমিতি, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের জনতা।

মানববন্ধনে বক্তব্য রাখেন পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলুল হক দুদু, অধ্যক্ষ আব্দুল্যাহ আল মামুন, প্রধান শিক্ষক নির্মল মিত্র, প্রভাষক জহির উদ্দিন হাওলাদার, প্রভাষক আনোয়ার হোসেন, শেখ শামসুজোহা হিটু,অলিউজ্জামান বাদল, হায়দার আলী, সাংবাদিক হাসিবুর রহমান স্বপন, শহিদুল ইসলাম, মিজানুর রহমান নিক্সন, রবিউল ইসলাম লিয়াকত, মিল্লাত সরকার মিলন প্রমুখ।

বক্তরা, অবিলম্বে আহত রাসেল সরকারে সুচিকিৎসা,পরিবার পরিজনের ক্ষতিপুরুনসহ ঘাতক গ্রীনলাইন বাস চালকের দ্রুত শাস্তির দাবি করেন।

(এসআইআর/এসপি/মে ০৭, ২০১৮)