গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় তামান্না আক্তার (১২) চর চন্দ্রাইল আমজাদ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রীকে স্কুল থেকে আসার পথে জোর পূর্বক অপহরন করায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর আদালতে তার বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে সোমবার মামলা করেছে। 

ঘটনাটি ঘটেছে গজালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বাহের গজালিয়া গ্রামে। গত ৫ মে ২০১৮ রোজ মঙ্গলবার।

উল্লেখ্য, ১ বছর আগে অপহরনের একদিন পর কলাপাড়া উপজেলার পাটুয়া বাঁধঘাট এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় বশির মৃধা (২২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছিল। অপহরণকারী বশির গজালিয়া ইউনিয়নের গজালিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, উপজেলায় একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ঐ ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে বশির প্রায়ই প্রেমের পস্তাব দিয়ে উত্যক্ত করত। স্কুল ছাত্রীর কাছ থেকে সারা না পেয়ে স্কুল ছুটি হওয়ার পর বিকেলে বাড়ী ফেরার পথে বশির একটি ভাড়াচালিত মটর সাইকেলে তুলে নিয়ে পালিয়ে যান।

এদিকে অপহরণ এর খবর পেয়ে মেয়েটির বাবা লোকজন নিয়ে মেয়েকে খুজতে বের হন। এক পর্যায়ে অপরহনকারী কুয়াকাটায় রয়েছে এমন খবর পেয়ে পরদিন লোকজন নিয়ে কুয়াকাটার উদ্দেশ্যে রওয়ানা হন। অপরদিকে বশির মেয়েটিকে নিয়ে পটুয়াখালীর দিকে আসতে থাকেন। বিকেলে কলাপাড়া পাটুয়া বাঁধঘাট এলাকায় স্কুল ছাত্রীকে জোর করে মটর সাইকেলে উঠাতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়।

স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদে মেয়েটি তাকে জোর করে তুলে আনা হয়েছে বলে জানালে, তারা অপহরণকারীকে আটক করে মেয়েটির স্বজনদের খবর দেয়। স্বজনেরা এসে মেয়েটিকে উদ্ধার করে অপহরনকারীকে পুলিশের হাতে সোপর্দ করে। এ বিষয়ে গলাচিপা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়। যার নং-৪৩৬/১৭। মামলাটি বিচারাধীন অবস্থায় আছে।

(এসডি/এসপি/মে ০৭, ২০১৮)