হবিগঞ্জ প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে শহরের শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন- সরকারের দুঃশাসনে দেশবাসী আজ অতিষ্ঠ হয়ে উঠেছে। এই সরকারের পায়ের নিচে মাটি নেই। নিশ্চিত পরাজয় জেনেই আদালতকে ব্যবহার করে গাজিপুর সিটি নির্বাচন স্থগিত করেছে। এর আগে ঢাকা সিটি নির্বাচনও একইভাবে স্থগিত করা হয়েছে। কারণ এই সরকার জানে তাদের সকল জুলুম নির্যাতন আর দুঃশাসনের জবাব দেশবাসী ব্যালটের মাধ্যমেই দিবে। তাই সুষ্ঠ নির্বাচন দিতে সরকার ভয় পায়।

জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, জেলা যুবদল সভাপতি আজিজুর রহমান কাজল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানু, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাচ্চু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন, জেলা ছাত্রদল সভাপতি এমদাদুল হক ইমরান, সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা তারেক পরিষদ সভাপতি সাইদুর রহমান কুটি প্রমুখ।

(এমইউএ/এসপি/মে ০৭, ২০১৮)