জে জাহেদ, চট্টগ্রাম : আকবরশাহ থানার ওসি মোহাম্মদ আলমগীর সহ ৬জনের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করে একটি পরিবারকে উচ্ছেদের অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে। 

সোমবার (৭ মে) সকালে চট্টগ্রামের দ্বিতীয় যুগ্ম জজ রহমত আলীর আদালতে এ মামলা দায়ের করা হয়।

অভিযোগে মামলার বাদী মো. জাকির হোসেন বলেন, “জমি বুঝিয়ে দেওয়ার জন্য আদালত আদেশ দিলেও পুলিশ তা অমান্য করে। আমার প্রতিপক্ষের সাথে যোগসাজস করে আমাকে হয়রানি করছে। তাই আমি মামলা দায়ের করেছি”।

মামলাসুত্রে জানা যায়, ২০১৩ সালের এক রায়ে আদালত ওই জায়গা মো. জাকির হোসেনকে বুঝিয়ে দেওয়ার আদেশ দেয়। কিন্তু সম্প্রতি তার প্রতিপক্ষের লোকজন আবারো তার সঙ্গে বিরোধ সৃষ্টি চেষ্টা শুরু করে।

অভিযোগে আরো জানা যায়, ওসি তার থানার একজন এসআই দিয়ে মুক্তিযোদ্ধা জাকির হোসেন ও তার পরিবারকে উচ্ছেদে আসামিদের সহায়তা করেন।

এবং আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা থাকার পরেও ওসি সহায়তা করেন নি। উল্টো গত ৮ এপ্রিল ওসির সহায়তায় ওই জায়গা থেকে বাদি জাকির হোসেন ও তার পরিবারকে উচ্ছেদ করে আসামিরা।

ওসি আলমগীর জানান,আমার বিরুদ্ধে নয় বরং আদালতে আমাকে ও জেলা প্রশাসক মহোদয়কে প্রতিপক্ষ করেছে।

(জেজে/এসপি/মে ০৭, ২০১৮)