টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে ২১ দিনেও অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার হয়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপর নির্ভর করে তারা কালিহাতী থানায় একটি সাধারন ডাইরী করেছে। 

জানা যায়, গত ১৮ এপ্রিল উপজেলার দেউপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মেহেরুনকে স্কুল ছুটির পর অপরহরন করে নিয়ে যায় প্রতিবেশী শফি তালুকদারের ছেলে সজীব তালুকদার।অপহৃতার চাচা আঃ রশীদের অভিযোগ অপহরনকারীর নানা ওই স্কুলে দপ্তরীর কাজ করার সুবাদে তার সহযোগিতায় ছুটির পর তাকে স্কুল থেকে তুলে নিয়ে যায়।

এ ব্যাপারে তারা স্থানীয় সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আনিছুর রহমানের স্মরনাপন্ন হলে তারা অপহৃতার স্বজনদের সাথে অশোভন আচরণ করেন বলেও অভিযোগ করেন তারা।

ইউপি সদস্য আনিছুর রহমান ও চেয়ারম্যান আব্দুল আলীম অপহৃতার স্বজনদের অভিযোগ অস্বীকার করে বলেন, ছেলেমেয়ে দু’জন একে অপরকে ভালবাসে তাই তারা স্বেচ্ছায় পালিয়ে গিয়ে ময়মনসিংহ জজ কোর্টে নোটারী পাবলিকের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এতে আমাদের কোন কিছু করার এখতিয়া নেই।

অপহৃতার মামা রফিকুল ইসলাম বলেন, আমার ভাগ্নি নাবালিকা, তার বয়স ১৫ বছর। তাই বিয়ে করার মত গুরুত্বপূর্ন সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা তার নেই।

এ বিষয়ে দেউপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভবানন্দ সুত্রধর জন্ম তারিখ অনুযায়ী তার বয়স ১৫ বছর ২ মাস। অপহরনের বিষয়ে তিনি অবগত নন। তবে বেশ কিছুদিন যাবত সে স্কুলে অনুপস্থিত রয়েছে।

(আরকেপি/এসপি/মে ০৮, ২০১৮)