দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে ৭৮ লাখ টাকা ব্যয়ে সাতটি গ্রামের ৩৩২টি পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার (৭মে) রাত আটটায় প্রধান অতিথি হিসেবে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য মো. শিবলী সাদিক।

পাঠানগঞ্জ বাজারে আয়োজিত বিদ্যুতের সংযোগ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. শিবলী সাদিক এমপি। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমজাদ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিক, উপজেলা যুবলীগের আহবায়ক রায়হানুল ইসলাম রানা, যুগ্ম আহবায়ক সামসুজ্জামান জামান, ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান সবুজ প্রমুখ।

শিবলী সাদিক এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের প্রতিটি পরিবারকে আলোকিত দেখতে চান। সে কারণে প্রত্যেকটি পরিবারের জন্য ২৪হাজার টাকা ব্যয়ে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়েছে। খামার, হলদিচড়া, নয়াপাড়া, মধ্যকুটিপাড়া, সিঙ্গাপাড়া, সোনাপাড়া ও কোচেরপাড়া এই সাতটি গ্রামের ৩৩২টি পরিবারে বিদ্যুৎ সংযোগের জন্য সরকারিভাবে ৭৮লাখ টাকা ব্যয় করা হচ্ছে যাতে প্রত্যেকটি পরিবার বিদ্যুতের সুফল ভোগ করতে পারে।

(এসিজি/এসপি/মে ০৮, ২০১৮)