স্টাফ রিপোর্টার : নানান আয়োজনে পালিত হল কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর এক যুগ পূর্তি অনুষ্ঠান। বুধবার সকালে জাতীয় শিল্পকলায় কাব্য বিলাসের এক যুগ পূতি অনুষ্ঠানের কেক কাটেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী।

প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয় গান এই শ্লোগানে ২০০৬ সালে রাজধানীর কাওলায় দলটি আত্মপ্রকাশ করে। এই এক যুগে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে ৭৮টি নাটকের ৪৮৮ টি মঞ্চায়ন করে দেশের অন্যতম শিশু-কিশোর নাট্য দল হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে।

দলের পক্ষে প্রতিষ্ঠাতা রাহুল রাজ জানান, শিশুবন্ধু লিয়াকত আলী লাকির অনুপ্রেরণায় কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর যাত্রা শুরু করে। এই বারো বছর পার করতে যারা আমাদের সহযোগিতা করেছেন তাদের অবদান আমরা কখনো ভুলি নি। কাব্য বিলাস অপ সাংস্কৃতিক রোধে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে সমাজ সচেতন ও ভিন্ন ধারা নাটক মঞ্চায়ন করে যাচ্ছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।

কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর এক যুগ পূর্তিতে দেশের বিভিন্ন নাট্য সংগঠন থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

(এন/এসপি/মে ০৯, ২০১৮)