মেহেরপুর প্রতিনিধি : কর্তব্যরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত পুলিশ কনস্টেবল রুবেল হোসেন ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রুবেল হোসেন মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম ভূট্টোর বড় ছেলে। ২০০৮ সালে তিনি বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ লাভ করেন।

বৃহস্পতিবার রাতে রুবেলের লাশ নিজ গ্রামে দাফন করা হয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রুবেল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজবাড়ী হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন। ওই সময় বাগেরহাট থেকে ঢাকাগামী দিগন্ত পরিবহনের একটি বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান বাসযাত্রী হারুশেখ ও গাজী দেলওয়ার হোসেন। ওই দুর্ঘটনায় আহত হন পুলিশ কনস্টেবল রুবেল। তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার রুবেলের লাশের ময়নাতদন্ত শেষে রাজবাড়ী পুলিশ লাইনে পাঠানো হয়। বিকেলে নামাজে জানাজা শেষে লাশ মেহেরপুরের উদ্দেশ্যে পাঠানো হয়।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে রুবেলের লাশ কামদেবপুর গ্রামে এসে পৌঁছে। এ সময় স্বজনদের আহাজারিতে কামদেবপুরের আকাশ ভারী হয়ে উঠে। নামাজে জানাজা শেষে রাত ১০টার দিকে তার লাশ গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়।

(ওএস/এস/জুলাই ১১, ২০১৪)