বাগেরহাট ও শরণখোলা প্রতিনিধি : সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ডাকাতিয়ার খাল এলাকায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে গরীবের বন্ধু নামে বনদস্যু বাহিনীর এক সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার সকালে বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ৩টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র ও বেশ কয়েক রাউন্ড তাজা গুলি।

র‌্যাব- ৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স জানান, বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জোংড়া ও মরাপশুর সংলগ্ন ডাকাতিয়ার খাল এলাকায় বনদস্যু গরীবের বন্ধু বাহিনীর সদস্যরা জেলে, বাওয়ালী ও মৌয়ালসহ বনজীবীদের আপহরন করে মুক্তিপণ আদায় ও তাদের নির্যাতন কছে এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব -৮ এর সদস্যরা।

র‌্যাব সদস্যরা সকার ৭টা ১৫ মিনিটের দিকে ডাকাতিয়ার খালে প্রবেশ করা মাত্রই খালের মধ্যে পূর্ব থেকে অবস্থান নেয়া বনদস্যুরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয়ের মধ্যে প্রায় আধ ঘন্টা ধরে চলা বন্দুকযুদ্ধের এক পর্যায়ে বনদস্যুরা ট্রলার থেকে খালে লাফিয়ে পড়ে সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। পরে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় নিহত এক বনদস্যুর লাশ, ১টি একনালা দেশী বন্দুক, ১টি ওয়ানশুটার গান ও ১টি কাটা রাইফেলসহ বেশ কয়েক রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে।

নিহত বনদস্যুর লাশ উদ্ধার করে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তরের পর লাশের ময়না তদন্ত বিকালে বাগেরহাট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে নিহত বনদস্যুর নাম পরিচয় জানাতে পারেনি র‌্যাব।তবে স্থানীয় জেলেরা তাকে সুন্দরবনের বনদস্যু গরীবের বন্ধু বাহিনীর সদস্য বলে সনাক্ত করেছে বলে জানিয়েছে র‌্যাব।

এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে সরকারী কাজে বাধাদান ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী।

(এসএকে/এসপি/মে ০৯, ২০১৮)