গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : বিশ্ব মানবতার কল্যান, দেশ ও জাতির মঙ্গলার্থে সনাতন ধর্মালম্বীদের টানা ১৬৮ ঘন্টা বা ৫৬ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। 

গত শনিবার ভোর ৫ টা ৩৭ মিনিট থেকে গলাচিপা উপজেলা সর্বজনীন কালীবাড়ী আঙ্গিনায় পূজা অর্চনার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। আজ পঞ্চম দিনে পরেছে।

গলাচিপা সর্বজনীন কালীবাড়ী কমিটির সভাপতি অমল কৃষ্ণ বনিক জানান, মঙ্গলবার শ্রী শ্রী কালীমাতা ও শ্রী শ্রী শীতলা মাতার পূজা, গীতাপাঠ, মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস শেষে শুরু হয়েছে মহানাম যজ্ঞানুষ্ঠান।

মহানাম যজ্ঞের সমাপ্তিতে কুঞ্জভঙ্গ, নগরকীর্ত্তন দ্বিপ্রহরে মহাপ্রভুর ভোগরাগ ভোগদর্শনের মহাপ্রসাদ বিতরণ চলবে আগামী শুক্রবার পর্যন্ত।

(এসডি/এসপি/মে ০৯, ২০১৮)