লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় মাদক ও দুর্নীতির বিরুদ্ধে শপথ নিলেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার দুপুরে উপজেলার মাকড়াইল কে কে এস ইনস্টিটিউশনে মাদক ও দুর্নীতিবিরোধী সমাবেশে তারা এ শপথ গ্রহণ করে। সমাবেশে ওই বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।  সমাবেশে প্রধান অতিথি নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন(পিপিএম) শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার আব্দুল হান্নান, লোহাগড়া থানার ওসি শফিকুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শেখ নজরুল ইসলাম, সহ সভাপতি শেখ কবির হেসেন, সাংবাদিক রেজাউল করিম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য খান ফকরুজ্জামন, সহকারী প্রধান শিক্ষক ইশরাত জাহান, শিক্ষক ইকরাম হোসেন, শিক্ষার্থী ফারজানা খানম ও শারমিন, অভিভাবক কাজী মিন্টু প্রমুখ।

(আরএম/এসপি/মে ০৯, ২০১৮)