বিনোদন ডেস্ক : আনিস এবং প্রিমা দম্পতি কক্সবাজার বেড়াতে গিয়ে একটি রিসোর্টে উঠেছে। প্রিমা খুবই জেদি মেয়ে এবং সারাক্ষণ ইউটিউবে রেহানের নাটক দেখে। রেহান হচ্ছে প্রিমার ক্রাশ। দেশের অনেক বড় সেলিব্রেটি। এ নিয়ে স্বামী আনিসের সাথে তার ঝগড়া লেগেই থাকে সারাক্ষণ। ঘটনাক্রমে প্রিমা জানতে পারে যে, তার ক্রাশ রেহান এই রিসোর্টে এসেছে এবং আনিসকে নিয়ে রেহানকে খুঁজতে থাকে। ওইদিকে রেহান সদ্য বিয়ে করে বউ নিয়ে হানিমুন করতে কক্সবাজার এসেছে।

রেহানের বউ মীরা নিরিবিলি দেখে এই রিসোর্টে এসেছে, কারণ রেহান যেখানেই যায় সেখানেই ভিড় লেগে যায়। ঘটনাক্রমে রেহানের দেখা পায় প্রিমা। প্রিমা যখন জানতে পারে রেহান বিবাহিত তখন মাথা ঘুরে রেহানের ঘাড়ে পড়ে যায় প্রিমা এবং তাই নিয়ে শুরু হয় মীরার সাথে রেহানের ঝগড়া। আর বউয়ের এমন কাণ্ড দেখে আনিস খুব চিন্তায় পড়ে যায়। জটিল হয়ে ওঠে ঘটনা। এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে একক নাটক ‘ক্রাশ’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন অনিক বিশ্বাস।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জোভান, সালহা খানম নাদিয়া, ঈশানা, ওবিদ রেহান প্রমুখ। নাটকটি সম্পর্কে পরিচালক বলেন, ‘আমরা যে কারো প্রতি ক্রাশ হতেই পারি। কিন্তু সেখানে সম্মানের একটা জায়গা থাকতে হবে। নাটকের শুরুর দিকে ফান থাকলেও এ বিষয়ে শেষদিকে এসে একটা মেসেজ দেয়ার চেষ্টা করেছি। নাটকটি নির্মাণ করতে গিয়ে অভিনেতা-অভিনেত্রী যারা আছেন, তারা আমাকে খুবই সহযোগিতা করেছেন।’

নির্মাতা সূত্রে জানা গেছে, আরটিভি’তে বৃহস্পতিবার রাত ৮টায় নাটকটি প্রচারিত হবে।

(ওএস/এসপি/মে ১০, ২০১৮)