বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট শহরের কেদ্রীয় বাস টার্মিনাল এলাকায় গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোররাতে কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে ট্রফিক মোড় এলাকায় সাউথ সুন্দরবন রিয়েল এষ্টেটের অফিসে এই ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা ওই আিফসের নৈশ প্রহরীকে জিম্মি করে আলমীরা ভেঙ্গে নগদ দেড় লক্ষাধিক টাকা নিয়ে যায়।

সাউথ সুন্দরবন রিয়েল এষ্টেটের ব্যবস্থাপনা পরিচালক ফারক হোসাইন জানান, অজ্ঞাত ডাকাতরা অফিসের পিছন দিক থেকে মই দিয়ে বেয়ে উঠে গ্রিল ভেঙ্গে অফিসে প্রবেশ করে অফিসে থাকা নৈশ প্রহরীকে জিম্মি করে প্রথম কক্ষে আলমীরা ভেঙ্গে নগদ ১ লাখ ৫৩ হাজার টাকা নিয়ে অন্য কক্ষে যাওয়ার চেষ্টা করে। এসময় কৌশলে নৈশ প্রহরী চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে। তখন ডাকাতরা মালামাল নিয়ে চলে যায়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন জানান, বাসষ্টান্ড এলাকার একটি রিয়েল এষ্টেট অফিসে গ্রিল কেটে কিছু টাকা নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হরেছে।

(এসএকে/এসপি/মে ১০, ২০১৮)