মাদারীপুর প্রতিনিধি : ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরে মাদক উদ্ধার অভিযানে এক চোরাকারবারির কাছ থেকে পাচারকৃত প্রায় ১৮ ভরি স্বর্নালংকার জব্দ করেছে হাইওয়ে পুলিশ।  সোনার  এক একটি চালান ঢাকার তাতী বাজার মাত্র ৩২ শ টাকায় পৌছে যাচ্ছে বলে আটক চোরাকারবারি স্বীকারোক্তি দিয়েছে।

জানা যায়, বুধবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের জেলার শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় একটি যাত্রীবাহী বাসে মাদক উদ্ধার অভিযান চালায় হাইওয়ে পুলিশ। এসময় আমিনুর রহমান নামের এক চোরাকারবারির কাছ থেকে অভিনব কায়দায় পেচানো অবস্থায় ১৮ ভরি স্বর্নালংকার পাওয়া যায়। পরে আমিনুর রহমানকে গ্রেফতার উদ্ধারকৃত স্বর্নালংকার জব্দ করে পুলিশ।

হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ ভূইয়া জানান, পাচারকৃত সোনা ভারতের মুম্বাই থেকে সাতক্ষীরা সীমান্ত হয়ে ঢাকার তাতী বাজার যাচ্ছিল। এ ব্যাপারে মামলা প্রক্রীয়াধীন রয়েছে।

(এমআরএস/এসপি/মে ১০, ২০১৮)