মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে ইটবোঝাই পিকআপ ভ্যান ও মোটসাইকেলের সংঘর্ষে ওমর ফারুক (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। 

এ সময় গুরতর আহত হন আরো দুই জন। আজ বৃহস্পতিবার সাড়ে ৪টার দিকে কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উপজেলার কয়ারিয়া ইউনিয়নের বড়চর গ্রামের নেছারউদ্দিন সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কালকিনি উপজেলার সমিতিরহাট এলাকা থেকে একটি মোটরসাইকেল তিনজন আরোহী নিয়ে কালকিনি উপজেলার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরতর আহত হয় মোটরসাইকেলে থাকা তিন আরোহী। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুককে মৃত ঘোষণা করেন। এ সময় আহত রোমান সরদার (৪৫) নামে এক ব্যক্তির অবস্থা আশঙ্খাজনক থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ করেন চিকিৎসক।

কালকিনি থানার উপপরিদর্শক অমল রায় বলেন, ‘ইটবোঝাই পিকআপ ভ্যান ও মোটসাইকেলের সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো দুইজন। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত স্কুলছাত্র কয়ারিয়া ঈদগাহ্ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন। দুঘটনার পরে ইটবোঝাই পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেলেও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।’

(এমআরএস/এসপি/মে ১০, ২০১৮)