গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জে গত এপ্রিল মাসে শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) নির্বাচিত হয়েছেন গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী।

বৃহস্পতিবার সকালে জামালপুর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত রেঞ্জ পুলিশের মাসিক অপরাধ সভায় এই পুলিশ কর্মকর্তার হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার ও সনদ তুলে দেন ময়মনসিংহ রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) নিবাস চন্দ্র মাঝি।

এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, নেত্রকোনা জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জামালপুর জেলা পুলিশ সুপার দেলোয়ার হোসেন, ময়মনসিংহ রেঞ্জ পুলিশ সুপার হারুন অর রশিদ প্রমুখ।

(এসআইএম/এসপি/মে ১০, ২০১৮)