নওগাঁ প্রতিনিধি : ‘মাদকমুক্ত সমাজ গড়ি সোনার বাংলা গড়ে তুলি’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর ধামরইরহাট উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষে এক বিশাল সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

স্বেচ্ছাসেবী সংগঠন দেখাবো আলোর পথ এর আয়োজনে শনিবার সকালে ধামইরহাট শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে এ র‌্যালী শুরু হয়ে প্রায় ১২ কিলোমিটার মঙ্গলবাড়ী বাজার প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনার চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া, পুলিশের পত্নীতলা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার তারেক যোবাইর, থানা আ’লীগের সভাপতি আলহাজ্ব দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, দেখাবো আলোর পথের সভাপতি মেহেদী হাসান, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক আলমগীর কবির প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা কিভাবে সমাজককে মাদকমুক্ত করা য়াবে তার উপর বিস্তারিত আলোচনা করেন। র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১২শ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

(বিএম/এসপি/মে ১২, ২০১৮)