গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দৈনিক সংবাদের প্রতিনিধি বিশিষ্ট ক্রিড়াবিদ সাংবাদিক সুরেশ কৈরীর আগামীকাল রবিবার ১৮তম মৃত্যুবার্ষিকী। 

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিষয়ে এম.এ পাশ করে দৈনিক সংবাদে যোগদান করেন। স্থানীয় জাতীয় সংবাদপত্র দৈনিক জাহানের সাব-এডিটর হিসাবেও দায়িত্ব পালন করেন।

গৌরীপুর সমাচার নামে তিনি একটি সংবাদপত্রের সম্পাদক, আদর্শ পরিবার সংস্থা পরিচালিত পরিবার পরিকল্পনা সেবা প্রকল্পের নির্বাহী হিসাবে দায়িত্ব পালন করেন।

ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অব জার্নালিস্ট (আইওজে) অন্যতম সদস্য সাংবাদিক সুরেশ কৈরী ছিলেন সংবাদপত্র জগতে গৌরীপুরের সাংবাদিকদের অগ্রপথিক। তিনি মৃত্যুকালে স্ত্রী আলো কৈরী ও ২মেয়ে রেখে যান।

সাংবাদিকতায় অবদান রাখায় গৌরীপুর পৌরসভা থেকে সাংবাদিক সুরেশ কৈরীকে মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত করেন। গৌরীপুর পৌরসভা তাঁর সম্মানে শহরের একটি রাস্তার নামকরণ করেন।

তাঁর মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে গৌরীপুর প্রেসক্লাব বিশেষ কীর্ত্তন, পুষ্পমাল্য অর্পণ, স্বজন সমাবেশের উদ্যোগে স্মরণ সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও ক্রীড়া, সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ৫জনকে সুরেশ কৈরী সম্মাননা প্রদানের আয়োজন করা হয়েছে।

(এসআইএম/এসপি/মে ১২, ২০১৮)