সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) :  সরকারের সকল প্রকার নিয়ম-কানুন মেনেই ভাড়া করা দোকানঘরে ব্যবসা পরিচালনা করতে চান ঔষধ ব্যবসায়ী মাহাবুব রহমান খান। 

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, তিনি লুৎফুর রহমান খানের কাছ থেকে গত কয়েক বছর আগে দোকানঘর ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করতে থাকেন। এর পর কোন দিন কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তার কাছে কেউ ভাড়া নিতে আসেনি।

মাহাবুব রহমান খান বলেন, কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় অধীনে ১০ টি দোকানঘর আছে তারও একটি দোকানে তিনি ব্যবসা করছেন। তিনি বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ পিছনের দেয়াল ভেঙ্গে দোকানঘর বাড়ানো বিষয়ে যে অভিযোগ এনেছেন তা সত্য নয়।

মাহবুব রহমান বলেন, তার দোকানঘরের পিছনে দুটি বড় বড় গাছ আছে, দেয়াল ভেঙ্গে বাড়াতে হলে গাছ দুটি কেটে ফেলতে হবে। কিন্তু গাছ দুটি এখনও গাছের অবস্থানেই আছে। তাই দেয়াল ভেঙ্গে ভাড়ানোর অভিযোগ সত্য না। ঘর ভাড়ার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ যেকোন চুক্তি করতে চায় তিনি সেই চুক্তি মেনে নিয়েই দোকানে ব্যবসা পরিচালনা করে সংসার পরিচালনাসহ ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ মেটাতে চান। এজন্য তিনি বিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকারের নিকট মানবিক সহায়তা কামনা করেন।

(এসবি/এসপি/মে ১২, ২০১৮)