কিশোরগঞ্জ প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশ আজ স্যাটেলাইট যুগে প্রবেশ করেছে। তাই পুলিশ বাহিনীকে আরও আধুনিক করা হবে। অচিরেই পুলিশের সব কার্যক্রম ডিজিটালের আওতায় নিয়ে আসা হবে। একে একে সমস্ত বাংলাদেশকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হবে।

শনিবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার নতুন ভবনের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র মন্ত্রী আরও বলেন, জঙ্গি-সন্ত্রাসের মতোই প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। মাদক নির্মূলে আইন-শৃংখলা বাহিনীকে আরও সক্রিয় করার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে ঢেলে সাজানো হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ-২ আসনের এমপি অ্যাড. সোহরাব উদ্দিন, কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ আসনের এমপি আফজাল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মো. জিল্লুর রহমান, পুলিশের ঢাকা বিভাগের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. কামরুল আহসান শাহজাহান, পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

(ওএস/এসপি/মে ১২, ২০১৮)