কথা রাখতে জানে

আঁধারের গায়ে লেখা থাকে হাজারও জীবন কথা
আঁধার কথা রাখতে জানে
আগলে রাখে সব।

আমি ও আমরা পারি না ঠাঁই দিতে অমূল্যকে
আঁধার পারে বুক পেতে দিতে
রাখে ভালো মন্দরে সম।

আঁধার পারে যাতনা গ্লানি কালি গভীরে লুকাতে
ঢেকে রাখে অতলে
বিশুদ্ধিকরণের মন্ত্রে পারে ঘুম ভাঙাতে।

আঁধারের মাঝে রয়েছে জগতের শুভ চেতনা
আঁধারেই আলোর দ্যুতি
আঁধার দেখায় পুণ্যলোকের দিব্য জ্যোতি।

আঁধার পারে দুঃখপীড়িতের গায়ে হাত বুলাতে
হাত বুলায় অতি যতনে
বাহির দেখে না সে, চোখ রাখে অন্তরে।