লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় পার্টি সঙ্গে যুবসংহতির সংঘর্ষে উপজেলা যুবসংহতির আহ্বায়ক পলাশ ভূঁইয়াসহ উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত পৌনে ১০ টার দিকে রায়পুর শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবসংহতির নেতা পলাশ ভূঁইয়াকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

জানা গেছে, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্যের তহবিল থেকে দুঃস্থ নারীদের জন্য বরাদ্দ দেয়া হয়। বরাদ্দের টাকা বিতরণ নিয়ে জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ মৃধা চৌধুরী ও উপজেলা যুব সংহতির আহ্বায়ক পলাশ ভূঁইয়ার মধ্যে বুধবার দুপুরে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে তাদের দু’ গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের পাঁচ জন আহত হন।

রায়পুর থানার ওসি মঞ্জুরুল হক আকন্দ বলেন, বিষষটি শুনেছি, তেমন কিছু না। পরিস্থিতি স্বাভাবিক।

(ওএস/এইচআর/জুলাই ১১, ২০১৪)