স্টাফ রিপোর্টার : আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি কেমন হবে তা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির কর্মীরা শঙ্কার মধ্যে আছেন বলে মনে করেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

শনিবার রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের ঢাকা লেডিজ ক্লাবে রাজনৈতিক দলগুলোর সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বি চৌধুরী বলেন, ‘আজকে বিএনপির নেতারা বেশি না হলেও কর্মীদের ভয়ে বুক কাঁপে ধুর ধুর করে। কাঁপবে না কেনো? তারা তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। কি হবে যদি আবার সরকারি দল ক্ষমতায় আসে- এবারে আমাদের কি হবে? এটা স্বাভাবিক শঙ্কা। অভিজ্ঞতায় বলে খুব সুবিধা হবে না।’

তিনি বলেন, ‘একইভাবে সরকারের কিছু কিছু রাজনৈতিক কর্মী আমার কাছে আসছেন তাদেরও বুক কাঁপে। যদি বিএনপি আসে তাহলে তাদের কি হবে? এটা কী খুব ভালো কথা, এটা কী রাজনীতির জন্য শুভ, এটা কী দেশের ভবিষ্যতের জন্য শুভ? এটা কী ইঙ্গিত নয় যে, আমার একটা পর্যায় যেতে পারে দেশ যেখানে মানুষ মানুষকে হত্যা করে, নিগৃত করবে, জেলে দেবে, আগুন জ্বালিয়ে দেবে। কিন্তু থামাবে কে?’

বিএনপির এই প্রতিষ্ঠাতা মহাসচিব বলেন, ‘আমি চিন্তার খোরাক দিয়ে গেলাম। এমন একটা শক্তি দরকার যে ওদিকেও কন্ট্রোল করতে পারে, এদিকও কন্ট্রোল করতে পারে। তারা যদি উঠে আসতে পারে, তারা যদি বলে, একটা মানুষের গায়ে যদি তোমরা হাত দাও তাহলে তোমাদের সমর্থন উইড্ডো করবো। গোল্লায় যাবা, বিরোধী দল হয়ে যাবা। এদেরও বলবে ওদেরও বলবে। তাহলে দেশটা রক্ষা পাবে। আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের দেশে যেন সেই রকম দুর্যোগ না আসে।’

(ওএস/এএস/মে ১৯, ২০১৮)